Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইপিআই (টিকাদান) কার্যক্রম
বিস্তারিত

৩.৫.১ সেবা প্রোফাইল

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

হেল্থ এ্সিসটেন্ট

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তদনিম্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান

৫-১০ মিনিট

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

ইপিআই কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয় প্রচার মাধ্যম ও আন্ত:ব্যক্তিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক প্রচার করা হয়। নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে অথবা হাসপাতালে ০-১১ মাস বয়সী শিশুদের নিয়ে আসতে হয়। অত:পর কর্মসূচি অনুযায়ী (প্রাপ্যতা অনুযায়ী) যক্ষ্মা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিংকাশি, পোলিও, হেপাটাইটিস বি, হিমো-ইনফ্লুয়েঞ্জা বি, হাম ও রুরেলা এই ৯টি  রোগের প্রতিষেধক টিকা প্রয়োগ করা হয়। টিকা প্রদানের পর নতুনদের পরবর্তী টিকাদানের তারিখ উল্লেখ করে টিকাদান কার্ড দেয়া হয় এবং পুরাতনদের কার্ডে পরবর্তী টিকাদানের তারিখ উল্লেখ করা হয়।

১৫-৪৯ বছরের মহিলাদের সিডিউল অনুযায়ী ৫ ডোজ টিটি টিকা প্রদান করা হয়ে থাকে।

সেবা প্রাপ্তির শর্তাবলি

সরকারি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কোন শর্ত প্রযোজ্য নয়, অসুস্থ যে কেউ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে

 

প্রয়োজনীয় কাগজপত্র

১। টিকা কার্ড

২। গর্ভবতী কার্ড

প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুষঙ্গিক খরচ

সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়

সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা

ইপিআই গাইড লাইন, ১৯৮৯

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

সিভিল সার্জন

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

) নাগরিক পর্যায়

১। ভাসমান পরিবার

২। দুর্গম এলাকা

৩। জনসচেনতার অভাব

) সরকারি পর্যায়

১। জনগণকে সঠিকভাবে উদ্বুদ্ধ না করা

২। মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতার অভাব

বিবিধ/অন্যান্য